একাত্তরের পটভূমিতে অবরুদ্ধ ঢাকার গল্প। সেই আগুনঝরা দিনগুলিতে মধ্যবিত্ত একটি পরিবারকে ঘিরে এই উপন্যাস আবর্তিত হয়েছে। এই পরিবারের সদস্য হলো—মতিন সাহেব, তার স্ত্রী, দুই কন্যা রাত্রি ও অপলা এবং কাজের মেয়ে বিন্তি। একাত্তরের একদিন এই পরিবারে আশ্রয় নেয় মুক্তিযোদ্ধা বদি। এখানে থেকেই সে ঢাকায় গেরিলা অপারেশন পরিচালনা করে। সেই অপারেশনে বদির সহযোদ্ধারা কেউ নিহত হয়, কেউ পাকিস্তানি হানাদারদের হাতে ধরা পড়ে মৃত্যু বরণ করে। বদি স্বয়ং সাংঘাতিক আহত হয়ে মতিন সাহেবের বাসায় আসে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।
Reviews
There are no reviews yet.